সরাইল অরুয়াইলে মোবাইল সহ চোর আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল অরুয়াইলে চোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ) দুপুরে অরুয়াইল বাজার থেকে আটকের পর তার থেকে চুরির ১টি মোবাইল উদ্ধার করা হয়েছে।সরাইল অরুয়াইল ফাঁড়ি ইনর্চাজ বাপন চক্রবর্তী বলেন,আটক মোঃ রোভেল মিয়া (২০) দুর্ধর্ষ চোর। তার অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে মোবাইল ও টাকা চুরি করেছে। সারা অরুয়াইল তার উৎপাত ছিল সবচেয়ে বেশি। সর্বশেষ গতকাল পত্রিকা হকারের মোবাইল চুরির ঘটনায় অরুয়াইল ফাঁড়িতে লিখিত অভিযোগ করে হকার হাবিবুল্লাহ। এর সূত্র ধরে পুলিশ তাকে আটক করেছে। এ সময় তিনি আরো বলেন,আটক রুভেল মিয়া অরুয়াইল গ্রামের উওর পাড়ার ওমর আলীর ছেলে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
আপনার মন্তব্য লিখুন