১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সাভারে হেলে পড়েছে ছয় তলা ভবন, ঝুঁকিপূর্ণ ঘোষণা!!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ , ১০ নভেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আব্দুস সাত্তার, সাভার, সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লার ওয়াপদা রোডে ৬ তলা বিশিষ্ট একটি ভবনের বেজমেন্ট ডেবে গিয়ে অন্য একটি ভবনের ওপর হেলে পড়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাভার পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তার স্বার্থে ভবনটির বাসিন্দাদের অন্যত্র সড়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর এলাকার ওয়াপদা রোডে অবস্থিত মজিদা আক্তার শিরিন এর মালিকানাধীন ৩/২ নম্বর হোল্ডিং এর প্রিয়াঙ্কা ম্যানশন নামক বাড়িটি পার্শ্ববর্তী অপর একটি ভবনের ওপর হেলে পড়ে।

খবর পেয়ে সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি, স্থানীয় কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা, পৌরসভার প্রধান প্রকৌশলী শরিফুল ইমাম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলম মিয়া, সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় ভবনটি ঝুঁকিপূর্ণ মনে করায় প্রশাসনের পক্ষ থেকে ভবনের বাসিন্দাদের কে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী সকল বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যায় তব ভবনটির কোনো অনুমোদন রয়েছে কি না তেমন কোনো কাগজপত্র দেখাতে পারেনি মালিকপক্ষ।

সাভার পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আলম মিয়া বলেন, ছয়তলা ভবনের পশ্চিম পাশের কলামের বসে গেছে। ভিমে ফাটল দেখা গেছে। এছাড়া রাস্তার পাশে ফাটল ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ফ্লোর বিভিন্ন জায়গায় বসে পড়ায় আপাতত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় ভবনে থাকা সকল বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে। গ্যাস-বিদ্যুৎসহ সকল প্রকার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভবনটির অনুমোদনের বিষয়ে জানতে চাইলে মালিকপক্ষ কোন কাগজ দেখাতে পারেনি, তবে ভবনটি নব্বইয়ের দশকে অনুমোদন নিয়েই করেছেন বলে জানিয়েছেন তারা।

তিনি আরো বলেন, ভবনটির নিচতলা থেকে দুই তলায় গিয়ে কিছু অংশ বাড়িয়ে করা হয়েছে, একইভাবে চতুর্থ তলায় গিয়ে আরো কিছু অংশ বাড়িয়ে করা হয়েছে। এজন্য আপাতদৃষ্টিতে ভবনটি হেলে পড়েছে কিনা তাও সঠিকভাবে বলা যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে। তারা এসে ভবনটির সক্ষমতা যাচাই করে ভবনটি ব্যবহারযোগ্য কিনা তা ঘোষণা করবেন।

এদিকে হেলে পড়া ভবন মালিকের ছেলে শামীম হোসেন অভিযোগ করেন, আমাদের পূর্বপাশে দেয়ার শতাংশের ভিতর নুর ইসলাম নামে এক ব্যক্তি নয়তলা ভবন নির্মাণ করেছেন। কোন প্রকার জমি না রেখে তারা আমাদের বিল্ডিং এর সাথে লাগিয়ে ভবন তৈরি করা ওই ভবনটির চাপে আমাদের ভবনটি হেলে পড়েছে বলে ধারণা করছি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, হেলে পড়া ভবনটির সমস্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেয়া হয়েছে। এছাড়া ভবনটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা বলেন, হেলে পড়া ভবন টি পরিদর্শনের জন্য লোক পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তারিখ: ১০.১১.২০

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন