সরাইলে দিনে গরম’ রাতে কুয়াশায় ঢাকা শীত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ , ১০ নভেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃশীত পড়ছে বাঙ্গালার পাদদেশে অবস্থিত দেশের সর্ব জেলা ব্রাহ্মণবাড়িয়া। শীত অনুভূত হচ্ছে শহর ও গ্রামে। গ্রামের দিকে একটু বেশিই শীত। দ্রুতই পাল্টে যাচ্ছে এ জেলার আবহাওয়া। এখানে এখন দিনে গরম ও রাতে শীত। সঙ্গে কুয়াশাও পড়ছে।মাঝে মধ্যে কুয়াশায় পুরো এলাকা ছেয়ে যাচ্ছে। সবুজ ঘাস ও গাছের পাতায় জমছে শিশিরের কণা।ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার হেমন্তের শুরু থেকেই দিনের বেলায় শান্ত বাতাস বইছে সর্বত্র।প্রতিনিয়ত বইছে হিমেল হাওয়া। সকালে পূর্ব আকাশ ফুঁড়ে উঠছে সূর্য। দিনে সর্বত্র গরম অনুভূত হচ্ছে।সারা দিন কড়া রোদ থাকলেও সন্ধ্যার পর শান্ত হয়ে আসছে প্রকৃতি। রাতে বইছে ঠান্ডা হাওয়া।রাত বাড়ার সঙ্গে সঙ্গে গরম কমে যাচ্ছে। শরীরে লাগছে শীত। শেষ রাতে শীত অনুভূত হচ্ছে তীব্র। অনেকেই ঘরের ফ্যান বন্ধ রাখছেন। হালকা শীতের কাপড়ও গায়ে জড়িয়ে নিচ্ছেন কেউ কেউ।রাত বাড়ার সঙ্গে সঙ্গে গরম কমে যাচ্ছে। শরীরে লাগছে শীত। শেষ রাতে শীত অনুভূত হচ্ছে তীব্র। অনেকেই ঘরের ফ্যান বন্ধ রাখছেন। হালকা শীতের কাপড়ও গায়ে জড়িয়ে নিচ্ছেন কেউ কেউ।বিশেষ করে, শিশু ও বৃদ্ধদের শেষ রাতে ব্যবহার করতে হচ্ছে শীতের কাপড়। যারা শীতের কাপড় গুছিয়ে রেখেছিলেন তারাও এখন ব্যবহারের জন্য গরম কাপড় বের করছেন।রাতে শীতের সঙ্গে কুয়াশা পড়ছে। সরাইল উপজেলার হাওর অঞ্চল গ্রামের মোখলেছ বলেন, দিনে রৌদ্র গরম রাতে হিমেল বাতাসে কুয়াশাচ্ছন্ন রাতে কাঁথা নিতে হচ্ছে। গভীর রাতে শিশির পড়ছে। কুয়াশাও পড়ছে। তবে এতো শীত নেই রাতে গরম ও নেই ।
আপনার মন্তব্য লিখুন