মোকতাদির চৌধুরীর একান্ত প্রচেষ্টায ব্রাহ্মনবাড়িয়া সরকারি মহিলা কলেজের ৩২ শতাংশ জায়গা দখল মুক্ত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ , ৯ নভেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মাননীয় সংসদ সদস্য, জনাব র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী মহোদয়ের একান্ত প্রচেষ্টায় আমাদের কলেজের ৩২ শতাংশ জায়গা দখল মুক্ত করা সম্ভব হয়েছে–বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম.শফিকুল্লাহ সাদেক। তিনি আরো বলেন
“আমাদের দেশে হবে সেই ছেলে কবে,
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
কবি কুসুমকুমারী দাসের প্রত্যাশিত আদর্শ ছেলে, আমাদের তিতাস পাড়ের উজ্জ্বল নক্ষত্র, সমাজ পরিবর্তনের যাদুকর, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর, বহুমুখী উন্নয়নের রুপকার, সত্যের রনাঙ্গনের অ্যাকিলিস, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী মহোদয় নিজ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ৩২ শতাংশ জায়গা (হালদার পাড়া) যুগ যুগ ধরে দখলদারী ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করেন।
সবাই অবগত আছি যে মাননীয় সংসদ সদস্যের একমাত্র মেয়ে মুহসিনা ফরহাত চৌধুরী বিশ্ব বিখ্যাত ক্যামব্রিজ বিশ্ব বিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী গ্রহণ করে বর্তমানে যুক্তরাজ্যের ওয়ার উইক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় রত। এমপি মহোদয় কিন্তু জেলার অন্য দশজনের মেয়ের বিদ্যাপীঠের জায়গা দখলদারীদের হাত থেকে দখল মুক্ত করেছেন।
আমাদের সমাজের প্রতিটি ধাপে উন্নয়নে তিনি দিন রাত কাজ করে যাচ্ছেন।
এমন পরোপকারী ও মানবিক নেতার জন্য আমার সবাই ধন্য।
চলমান,,,
আপনার মন্তব্য লিখুন