চালকের কৌশলে বেঁচে গেল বাসের যাত্রীরা”
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ , ৭ নভেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ প্রাণহানি থেকে বেঁচে গেল লোকাল আল হেরা (বাস) ২০( বিশ) জনের অধিক যাত্রী। আজ শনিবার (৭ নভেম্বর )
দুপুরে সাড়ে বারটায় যাত্রীবাহী ব্রাহ্মণবাড়িয়া আল হেরা চৈত্রী বাস সার্ভিসের নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা- সিলেট মহা সড়কের বিজয় নগর উপজেলার শশই ইসলামপুর স্থানে এমন দুর্ঘটনা ঘটে।এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান,আল হেরা চৈত্রীসার্ভিসটি মাধবপুর বাস টার্মিনাল হতে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িঢ়া অভিমুখে যাত্রাকালে ঢাকা- সিলেট মহাসড়ক সংলগ্ন শশই নামক স্হনে নিয়ন্ত্রণবিষয়টি বুঝতে পেরে চালক রোড পাশে গাছে আটকে দেয়।এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা। তবে এ সময় বেশ কয়েকজন যাত্রী তাড়া হুড়ো করে নামতে গিয়ে আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খাঁটি হাতা হাইওয়ে থানা পুলিশের একটি টিম যায়। চালকের কৌশলের কারণেই বড় ধরণের দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছে বলে জানান থানার এ এস আই মনির।
আপনার মন্তব্য লিখুন