সকল কে সঙ্গে নিয়ে পলাশবাড়ীতে সম্ভব্য মেয়র প্রার্থী আবু বকর প্রধান যাবেন এগিয়ে
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ , ৬ নভেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা ::গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার নির্বাচন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের প্রার্থীদের সমর্থক ও দলীয় সমর্থকদের মাঝে চলছে নির্বাচনী উৎসবের আমেজ। সর্বশেষ দলীয় মনোনয়ন বোর্ডে দলীয় সম্ভব্য মেয়র প্রার্থী নির্বাচনে চলছে চুলছেড়া বিশ্লেষণ। অপেক্ষায় অধিরআগ্রহ নিয়ে রয়েছেন প্রার্থীদের সমর্থকগণ।
পৌর এলাকার বাসিন্দাদের ভোটাধিকার বাস্তবায়নের আন্দোলনের প্রধান সমন্বয়ক সম্ভব মেয়র প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান।
তার দলীয় সমর্থকদের মাঝে জোড়ালো ভাবে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। দলীয় নেতাকর্মীদের একটি অংশের সাথে কথা বললে তারা বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান পৌর নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে একজন যোগ্য প্রার্থী। তার দলীয় রাজনৈতিক কর্মকান্ড ও রাজনৈতিক পরিচিতি তার প্রমাণ।জীবনবাজি রেখে উপজেলা আওয়ামীলীগ কে সুসংগঠিত করে রাখতে দীর্ঘ দুই যুগ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনেক তরুণ রাজনৈতিকদের পদ প্রর্দশক তিনি এবং সকলের নিকট গ্রহনযোগ্য ও সম্মানীয় ব্যক্তিত্ব। আমরা আশা করি আগামী নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী হিসাবে দলের মধ্যমনি আওয়ামীলীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা বিশ্বরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ডে দলীয় রাজনৈতিক কর্মকান্ড বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিয়ে আবু বকর প্রধান কে নৌকা মার্কা প্রার্থী হিসাবে মনোনীত করে সকল কে ঐকবদ্ধ করে পাঠিয়ে দিবেন নৌকার জয় নিশ্চিত করতে। সকল কে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন আবু বকর প্রধান।
উল্লেখ্য, আবু বকর প্রধান পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি । দীর্ঘ লড়াই সংগ্রাময়ের পথ চলায় শুরু ১৯৭২ সালে থানা ছাত্রলীগের সদস্য হিসেবে যোগদান করে। ১৯৭৩ সালে থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে। ১৯৭৭ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পলাশবাড়ী উপজেলা শাখার প্রচার প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে। ১৯৮২ সালে থানা আওয়ামী লীগ সদস্য হিসেবে নির্বাচিত হয়। ১৯৮৭ সালে থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে। ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর দ্বি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ২০০৩ সালে ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় দফায় পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ২০১৬ সালে ২৫ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল এর মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়। পরে ২০২০ সালে এসে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে পৌর প্রশাসক হিসাবে দায়িত্ব পেয়ে সততা ও নিষ্ঠার সাথে সার্বিক দায়িত্ব পালনের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগকে সু সংগঠিত করে ও পৌরসভার উন্নয়ন বাস্তবায়ন ও পৌর এলাকার চলমান দুর্ভোগ গুলো সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আপনার মন্তব্য লিখুন