বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা খোকা সহ-সভাপতি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ , ৫ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃইকবাল হাজারী সভাপতি ওখন্দকার আরিফুল ইসলাম রাজা সাধারণ সম্পাদক ও নিষাদ রহমান খোকা’কে সহ-সভাপতি করে বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আদনান আবির ফাহাদ ও সাধারণ সম্পাদক মোঃ বাশির উদ্দিন ভূইয়া’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে( ২ নভেম্বর ) সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলার এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আরো অন্যান্যরা রয়েছেন। অনুমোদিত কমিটি আগামী ১(এক) বছরের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্ব পালন করবে। বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি আদনান আবির ফাহাদ এ প্রতিনিধিকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী ছাত্র পরিষদ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তবে দলকে সামনে রেখে বঙ্গবন্ধুর আদর্শে সংগঠনকে সুসংগঠিত করবে এ আশা করি।
উল্লেখ্য থাকে যে আগামী ৩০ (এিশ) কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হল।
আপনার মন্তব্য লিখুন