রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় থানা ছাত্রলীগের সভাপতিসহ নিহত ৩
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ , ৪ নভেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় সাজেক থানা ছাত্রলীগের সভাপতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কাঠালতলী এলাকায় একটি মোটরসাইকেলের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী রুদ্র খীসা এলজিন (৪০) এবং মোশারফ হোসেন (৩৯) গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে তাদেরকে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত এলজিন শহরের চম্পকনগরের এবং মোশারফ রিজার্ভবাজারের বাসিন্দা। এ ব্যাপারে রাঙামাটি কোতয়ারী থানার কর্মকর্তা মো. কবির হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন জনের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত গাড়িগুলো পুলিশ হেফাজতে
আপনার মন্তব্য লিখুন