১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

পৌর নির্বাচনে এলাকার উন্নয়নে এমদাদুল হক প্রধান কাউন্সিলর প্রার্থী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ , ৪ নভেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

গাইবান্ধা প্রতিনিধি::আগামী ১০ ডিসেম্বর পলাশবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে এ নির্বাচনে সম্ভব্য প্রার্থীদের প্রচার প্রচারণা চলমান রয়েছে এলাকার দূর্ভোগরোধ ও উন্নয়ন বাস্তবায়ন করে জনসেবা পরিপূর্ণ মডেল ওর্য়াড গড়ে তুলতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার নির্বাচনে জামালপুর – শিবরামপুর ওয়ার্ডের সাধারণ কাউন্সিল প্রার্থী হয়েছেন এমদাদুল হক প্রধান।

তিনি একজন সফল ব্যক্তিত্ব মিশুক মানুষ হিসাবে সকলের পরিচিত প্রিয়মুখ। এ নির্বাচনে অন্যান্য প্রার্থীদের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।

এমদাদুল হক প্রধানের সমর্থকগণ বলেন, এই প্রথম পৌর নির্বাচন হচ্ছে আমরা আমাদের ভোটটি যোগ্য প্রার্থী হিসাবে এমদাদুল হক প্রধান কে দিবো। আশা করছি নির্বাচনে তিনি যে প্রতিক পান না কেন তিনিই জয়ী হবেন ইন্নশাআল্লাহ্।

এমদাদুল হক প্রধান বলেন, মানুষের ভালোবাসায় জনসেবা করার সুযোগ পেলে আমার দক্ষতা বহিঃপ্রকাশ ঘটাতে চেষ্টা চালিয়ে যাবো দূর্ভোগ প্রতিরোধে ও এলাকার উন্নয়নে।

উল্লেখ্য,এমদাদুল হক প্রধান
পিতা : মৃত মজিবর রহমান, গ্রাম: জামালপুর, জম্ম – ১৯৭৬ সালের নভেম্বর মাস। গাইবান্ধা জেলার পলাশবাড়ীস্থ জামালপুর গ্রামে। শিক্ষা জীবন প্রাথমিক বিদ্যালয় – পলাশবাড়ী সরকারী মডেল স্কুল, মাধ্যমিক লেবেল পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয় ও পলাশবাড়ী এসএমবি উচ্চ বিদ্যালয় ১৯৯২ সাল পর্যন্ত এবং এইচএসসি পাশ পলাশবাড়ী সরকারী কলেজ থেকে ১৯৯৪ সাল। বিএ( অনার্স) এবং এমএ ডিগ্রি অর্জন ১৯৯৯ এবং ২০০০ সালে স্বনাম ধন্য কারমাইকেল কলেজ, রংপুর থেকে। কর্মজীবনে পদখেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এবং নিজেরা করি নামক এনজিওতে ২০০২ থেকে ২০০৯ শেষ পর্যন্ত কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, নড়াইল, নওগা ও দিনাজপুর জেলায়। ২০১০ থেকে বর্তমান পর্যন্ত উপজেলা গেট সংগ্লন্ন পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয় মার্কেট হতে সততা ও নিষ্টার সাথে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবসার সহিত জড়িত। ব্যক্তিগত জীবনে এক নবম শ্রেনী পড়ুয়া এক মেয়ে ও মা এবং স্ত্রী নিয়ে তার পরিবারের জামালপুর গ্রামে স্থায়ী বসবাস।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন