নবীনগরে স্বামীর হাতে স্ত্রী খুনঃ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ , ৩ নভেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নূর মোহাম্মদ নবীনগর উপজেলা প্রতিনিধি—ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরের শ্রীরামপুর দত্তবাড়ি এলাকায় (০৩/১১/২০) সন্ধ্যায় ওমান প্রবাসী স্বামী জয়নাল মিয়ার ( ২৮) হাতে সুমী আক্তার (১৯) নামে এক নারীর পরিকল্পিত ভাবে খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২ বছর আগে শ্রীরামপুর নিবাসী সায়েব আলী মিয়ার পুত্র জয়নাল মিয়ার সাথে রামচন্দ্রপুর গ্রামের মিয়া হোসেনের মেয়ে সুমি আক্তারের বিয়ে হয়। তাদের দেড় মাসের একটি শিশু সন্তান রয়েছে।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের স্বজনদের বরাতে জানা যায়, শ্বশুর বাড়ির লোকেরা পরিকল্পিত ভাবে হত্যা করে ফাঁসির নাটক সাজিয়ে হাসপাতালে রেখে পালিয়ে যায়।
নবীনগর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হবে। ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন