যে যাই বলুক মানুষের ভালোবাসা অর্জন করতে হবে বললেনঃ উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ , ৩১ অক্টোবর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ মানুষের কল্যানে কাজ করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “মানবিক সরাইল” নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।এ উপলক্ষ্যে শনিবার (৩১ অক্টোবর ) দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা আলী বিল্লাল বাড়ির মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপি বলেন,মানুষের কর্মদক্ষতার উপরে তার ভালো-মন্দ সমাজে ফুটে উঠে। আমরা সংগঠনের মাধ্যমে হুক,আর ব্যক্তি উদ্যোগে মানুষের কল্যাণে কাজ করতে হবে। এতে যে যাই বলুক না কেন, আমরা মানুষের ভালোবাসা অর্জন করতে হবে ব্রাহ্মণবাড়িয়া (২ আসনের) সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভৃইঁয়া এ কথাগুলো বললেন।
এ সময় তিনি আরো বলেন, কাজ করতে গেলে মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে,এটা কোন দোষের নয়। আমাকে দেখেন ৮০ বছর বয়সে মানুষের ভালোবাসা নিয়ে,আমি আপনাদের পাশে আজও দাঁড়িয়ে আছে। সমালোচনা করবেই আপনার কাজটা আপনি, সঠিকভাবে করেন মানুষ আপনাকে ভালোবাসবে। অনুষ্ঠানে সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা দাতা সদস্য কানিজ ফাতেমা স্মৃতি।এতে বিশেষ অতিথি ছিলেন, অরুয়াইল কলেজের অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান,
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সরাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, মোঃ মাঈনুল হাসান তুষার, এডঃ নুরুজ্জামান লস্কর তপূ, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক, সাংবাদিক মোঃ জালল উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোঃ মাহফুজ আলী,মোঃ ইকবাল হোসেন,
অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।জানাযায়,
সংগঠনের চেয়ারম্যান জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার আবু শামীম মোঃ এর উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়নে হতদরিদ্রদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করবে এই সংগঠনটি।পরে উপজেলার বিভিন্ন অসহায় ও দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন, গৃহপালিত পশুসহ নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে উপস্থিত অতিথিদের মাধ্যমে।
আপনার মন্তব্য লিখুন