১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে ডাঃ নোমান ও আনাস চিকিৎসা সেবায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ , ৩০ অক্টোবর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃমানুষের ধন-সম্পদ, বিদ্যা-বুদ্ধি, ক্ষমতা, বংশ, রূপলাবণ্য আল্লাহ দেখেন না, দেখেন কোন মানবপ্রেমী বান্দা তার সাধ্যানুযায়ী জনসেবা ও মানবের কল্যাণে কাজ করছে। তাই হিন্দু-মুসলিম – বৌদ্ধ-খ্রিষ্টান—প্রত্যেক মানুষেরই পারস্পরিক মানবতাবোধ ও উদার নৈতিক মানসিকতা থাকা অপরিহার্য। মানুষের মধ্যে যদি ভিন্ন ধর্মাবলম্বীর প্রতি প্রেম-ভালোবাসা, মায়া-মহব্বত না থাকে, তাহলে কেয়ামতের কঠিন দিবসে আল্লাহর অনুগ্রহ ও দয়ার সুশীতল ছায়া থেকে তারা বঞ্চিত হবে। এ সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যারা মানুষের ওপর দয়া করে না, আল্লাহ তাদের ওপর দয়া করেন না।’ দিনটি ছিল বৃহস্পতিবার( ২৯ অক্টোবর ) সারে বারোটার দিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়।শরীরটা ভালো লাগতেছিল না কয়েকদিন যাবত ! আজ হাসপাতালে ঢুকেই প্রথমই ঢুকলাম ডাক্তার নোমান ভাইয়ে’র চেম্বারের ।সঙ্গে ছিল সাংবাদিক মোঃ নুরুল হুদা ভাই। আমি সালাম দিতেই অলাইকুম সালাম বলে নোমান ভাই বললেন বসেন। বস্তেই পাশের চেয়ারে বসা আছেন ডাক্তার আনাস ইবনে মালেক। আরো কয়েকজন গণমাধ্যমকর্মী। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ নোমান মিয়ার সরকারি কার্যালয়ে আমার চিকিৎসার ব্যাপারে জিজ্ঞেস করলেন এবং চেক করলেন। প্রয়োজনীয় ঔষধ লিখে দিয়ে আমার মত অনেক রোগীর সেবায় বা ওষুধের ব্যবস্থা করে দেওয়া। বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের করোনার শুরু থেকে সর্বদায় ব্যস্ত এখন এ দুজন কর্মকর্তা। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ নোমান মিয়া ও (আর এম ও ) ডাঃ আনাস ইবনে মালেক তাদের চিকিৎসাসেবা ও মনমুগ্ধকর ব্যবহারে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। অসহায় ভোলা মিয়ার পাশে মানবিক হয়ে এগিয়ে আসেন সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া এবং ডাঃ আনাস ইবনে মালেক। তারা অসুস্থ ভোলা মিয়াকে হাসপাতালে ভর্তি রেখে তাৎক্ষণিক চিকিৎসা দেন এবং যাবতীয় ওষুধের ব্যবস্থা করেন। তারা ভোলা মিয়াকে অন্যান্য ওষুধের পাশাপাশি দুটি ইনহেলারের ব্যবস্থাও করেন। এতে তার শ্বাসকষ্ট অনেকটা নিয়ন্ত্রণে আসে।সরাইলে ডাঃ নোমান মিয়া ও আনাস ইভনে মালেক সেবায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষের মধ্যে পূর্ণমাত্রায় জ্ঞান, বুদ্ধি-বিবেক ও চেতনা দেওয়া হয়েছে, যাতে মহান স্রষ্টাকে চিনতে পারে, ন্যায়ের পথে চলতে পারে এবং জগতে দুষ্কর্মের পরিণতি ও ফলাফল উপলব্ধি করতে পারে। সব ধরনের অনিষ্ট, অকল্যাণ, মন্দ কাজ ও মিথ্যাচার থেকে দূরে থাকে, আর সত্য-সুন্দর ও জনকল্যাণকর কাজকে গ্রহণ করতে পারে। এ জন্যই মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের মানসিকতা ও মানবিক প্রেমবোধ দেওয়া হয়েছে। যাতে মানুষ সবার সঙ্গে মিলেমিশে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে। মানুষের সেবাই রাত-দিন মানবতার সেবাও চিকিৎসা সেবায় পাহারাদারের মত কাজ করে যাচ্চেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ নোমান মিয়া এবং (আর এম ও) আনাস ইভনে মালেক।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2020
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন