মহানবী (সাঃ)-কে অবমাননার প্রতিবাদে সরাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ মুসলিম বিদ্বেযী ফ্রান্স কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)
এর ব্যাঙ্গচিএ প্রদর্শন ও ফ্রান্সে মহানবী (সাঃ)-এর অবমাননার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুম্মার পর সরাইল উপজেলার সদর উচালিয়া পাড়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহিদ মিনারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হেফাজতে ইসলাম সরাইল শাখার এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোঃ জহিরুল ইসলাম, আলীনগর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ রায়হান উদ্দিন, জেলা হেফাজত ইসলামের নেতা মোঃ জাকির হোসেন,উপজেলা হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মাঈনুল ইসলাম খন্দকার, ছাত্রলীগ নেতা মোঃ বাপ্পী, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সানা উল্লাহ গিয়াস উদ্দিন সেলু। মোঃ মজিদ বক্স, মোঃ জহির মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ জামাল মিয়া প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জিলাপি খেয়ে মুখে – মুখে রাসুলের আশিক হুয়া যায় না। রাসুল(সাঃ) সত্যি কারারে আশিক হতে হলে জান প্রাণ দিয়ে
ভালোবাসতে হবে। রাসূল (সাঃ) এর প্রেমে যারা কাঁদে’না, তারা কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না।উপস্থিত বক্তরা আরোও বলেন,ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান করেন এবং মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান। বক্তরা বলেন, অবিলম্বে ক্ষমা চাওয়ার আহবান জানান। এসময় এ ঘটনায় বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান জানিয়ে এক দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।পরে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত করেন।
আপনার মন্তব্য লিখুন