১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া ‘ডিস ব্যবসাকে’ কেন্দ্র করে থানায় একাধিক মামলা।। গ্রেফতার হয়নি কেউ!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন পাইকপাড়া মহল্লায় ক্যাবল অপারেটর(ডিস) ব্যবসা পরিচালনা করে আসছিলেন হাবিবুর রহমান হাবু। ‘ডিস ব্যবসা’ দখলের অভিযোগে স্থানীয় সোহাগের বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা।

তবে এই মামলায় কেউ গ্রেফতার হয়নি জানান অভিযোগকারী হাবু।

হঠাৎ একদিন হাবুকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে ডিস ব্যবসা দখল করার অভিযোগ রয়েছে সোহাগের বিরুদ্ধে৷ ভয়ভীতি দেখিয়ে এখন ডিস ব্যবসা জোরপূর্বক ভাবে করে যাচ্ছে সোহাগ সমর্থকরা।

স্থানীয় ও হাবুর পরিবার সূত্রে জানা যায়, হাবুকে জেলে পাঠিয়ে ওই সুযোগকে কাজে লাগিয়ে ডিস ব্যবসা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছিল স্থানীয় সোহাগসহ জাকির, লিটন, মনির, ভুট্রো, ইউসুফ ও সাদ্দাম। ওই ডিস ব্যবসায়ী হাবুর কাছে প্রথমে চাঁদা দাবি এবং পরবর্তীতে চাঁদা না পেয়ে পুরো ব্যবসা দখলে নিতে একের পর এক জুলুম-অত্যাচার শুরু করেন অভিযুক্তরা।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ডিস ব্যবসায়ী হাবু বাদী হয়ে ৩রা ফেব্রুয়ারি ২০১৪ সালে একটি অস্ত্র মামলা দায়ের করেন। মামলা নং ৭৬২(৩)/১, ৩৪১, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯ ও ১১৪ পেনাল কোডে হত্যার অভিযোগ দেখিয়ে মামলা করা হয়। ওই মামলায় সোহয়াগসহ চারজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হলেও আসামীরা এখনও গ্রেফতার হয়নি।

এর আগে গতবছর ডিস ব্যবসা জের ধরে হাবুর স্ত্রী নিপা বেগম সোহাগের বিরুদ্ধে থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। তিনি অভিযোগে লিখেন হাবুর কাছ থেকে ১লক্ষ ৪৭হাজার টাকাসহ একটি মোবাইল সেট ছিনিয়ে নেন সোহাগ। ওই মামলায়ও বিচার পাননি বলে জানা যায়।

এবছরের মার্চের প্রথম দিকে হাবুর স্ত্রীকে যৌননিপিড়ন ও অশ্লীল ভাষায় হায়রানী করায় হাবু পর্নোগ্রাফি আইনে সদর থানায় আবার মামলা করেন। তবে এ মামলা বর্তমানে তদন্ত চলছে

গত জুলাই মাসে হাবু জেলে থাকা অবস্থায় ডিস ব্যবসা দখলে নেওয়ার অভিযোগে দেখিয়ে সদর থানায় আবার মামলা করেন তার স্ত্রী নিপা বেগম। ওই মামলার বর্তমানে তদন্তে আছে।

অভিযোগের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, ডিস ব্যবসা দখলের চেষ্টার একটি অভিযোগ পেয়েছি। ডিস ব্যবসাকে কেন্দ্র করে মারামারি ও একাধিক মামলা দায়ের ব্যাপারে অবগত আছি এবং ঘটনাস্থলে গিয়ে আমরা সত্যতা পেয়েছি। তবে বিষয়টি দুইপক্ষের মধ্যে বসে মিমাংসা করা যায় সে চেষ্টা চলছে। এর পরবর্তীতে যদি জোরপূর্বক কেউ ব্যবসা দখলের চেষ্টা করে তাহলে বাদি পক্ষ মামলা আমলে নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2020
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন