বীরমুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু’র মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার টাইমস পরিবারের গভীর শোক প্রকাশঃ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলার দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রবীণ রাজনৈতিক নেতা, মহান মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের দূর্দিনের রাজপথের লড়াকু সৈনিক ও সিপাহসালা বীর-মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টুর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার টাইমস পরিবারের পক্ষ থেকে সন্পাদক মনির হোশেন টিপু এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।
তিনি বলেন তার মৃত্যুতে আওয়ামী লীগের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনো পূরণ হবার নয়।
আপনার মন্তব্য লিখুন