সরাইলে আমনের ভালো ফলনের সম্ভাবনাঃ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় আমন আবাদে বাম্পার ফলন না হলে ও তবে ভালো হওয়ার আশা করছেন কৃষি বিভাগ। সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, সরাইল উপজেলা নয়টি ইউনিয়নের মধ্যে নয়টিতে হাইব্রীড ,উফশী স্থানীয় ৩০২০সহ উপজেলায় সর্ব মোট ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল। এরমধ্যে ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। এবারে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জমিতে অতিরিক্ত আমন ধান আবাদ হয়েছে। সরাইল উপজেলার সদর ৬ শত ২০ ,কালিকচ্ছ ১ হাজার ৬২৫ , নোয়াগাঁ ১ হাজার ৮৯০, শাহবাজপুর৮ শত ৫০, শাহজাদাপুর ৭ শত ৫০, চুন্টা ২ শত৫০, পাকশিমুল ৩০, অরুয়াইল ৩৫, পানিশ্বর ৬৭০,হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। এরমধ্যে সদর ইউনিয়নে, কালিকচ্ছ, নোয়াগাঁ ইউনিয়নে হাইব্রিড আমন ও উপজেলায় স্থানীয় আমনের আবাদ উফশী জাতীয় আমনের আবাদ হয়েছে বলে জানা গেছে।
সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ নয়ন মনি সুএধর এ প্রতিনিধিকে বলেন,আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক কোনো দুর্যোগ দেখা না দিলে এ বছর আমনের বাম্বার ফলনের সম্ভানা ছিল। কিছু দিন আগে আবহাওয়ার কারণে নতুন করে আমন চাষ করাই বাম্পার ফলন না হলেও তবে আমনের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।
আপনার মন্তব্য লিখুন