নিভৃতে নির্যাতিত পুরুষ -! ফেলছেন নিভৃতে চোখের জল??
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ , ২৮ অক্টোবর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধি/ রাত- দিন আর কর্মের ফাঁকে ব্যস্ততা পর যখন হাসি আনন্দদায়ক সময় আসে তখন মুখটি কালো আর মাথা নিচু করে বসা, এমন দৃশ্য এখন প্রতি দিন চোখ পরছে।।পুরুষশাসিত এ সমাজে সবসময়ই আলোচনায় আসে নারী নির্যাতনের খবর। তবে জগৎ সংসারে কি শুধুই নারী তাদের স্বামীর দ্বারা নির্যাতিত হচ্ছেন? পুরুষ কি নারীর দ্বারা নির্যাতিত হন না? বিভিন্ন মামলার পর্যালোচনা আর বর্তমান প্রেক্ষাপট বলছে, সমাজের অনেক পুরুষ তার নিজ ঘরে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন। অনেক কিছুই বলা যায় না, নীরবে নিভৃতে সহ্য করতে হয়। জগত সংসার মুখে মধুর হলোও কষ্ট লাগে হৃদয়ে।এদিকে সরাইল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেশীর ভাগ পুরুষের কোন না ভাবে সংসার জীবনে সুখ খুঁজতে নিরবধি কাঁদতে হচ্ছে। পুরুষেরা অনেকেই অনেক কষ্ট নিরবে সহ্য করতে হয়। এমন কথা বলার সময়ে আরেক জন বসা সাফি হোসেন একটু কষ্টের ভাষায় বলেন, সমাজে আমরা লোকচক্ষুর আড়ালে গিয়ে চোখ মোছেন; কিন্তু দেখার কেউ নেই। বলারও উপায় নেই। মান সম্মানের কথা চিন্তা করে দিনের পর দিন বউয়ের এসব নির্যাতন -নিপীড়ন আর হুমকি-ধমকি নীরবে সহ্য করে যাচ্ছেন। পুরুষ অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন বলছে, সমাজে অনেক পুরুষই স্ত্রীর যন্ত্রণায় নীরবে কাঁদেন। তারপরও উপজেলার বিভিন্ন প্রান্তে নারীরা স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হচ্ছেন, যৌতুকের জন্য শ্বশুরবাড়িতে নিগৃহীত হচ্ছেন। এছাড়াও ধর্ষণ, অত্যচার, যৌন হয়রানির ঘটনা ঘটছে অহরহ।
সুশীলসমাজ বলছেন, নির্যাতিত পুরুষের কেউ শারীরিক, কেউ মানসিক, কেউ দৈহিক-আর্থিক, কেউ সামাজিকভাবে নির্যাতিত হচ্ছেন। ঘরে-বাইরে এ ধররের নির্যাতন প্রায়ই ঘটছে। তুলনামূলক কম হলেও নির্যাতিত পুরুষের সংখ্যা এদেশে নেহায়েত কম নয়।
সরকারি-বেসরকারি সংস্থার কাছে নারী নির্যাতনের পরিসংখ্যান থাকলেও নেই পুরুষ নির্যাতনের সঠিক তথ্য। ফলে নারী নির্যাতনের খবর ফলাও করে প্রকাশ করা হলেও অন্ধকারেই থেকে যাচ্ছে পুরুষ নির্যাতনের ঘটনাগুলো। তবে দেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিককালে পুরুষ নির্যাতনকে কেন্দ্র করে বেশকিছু সংগঠন গড়ে উঠছে। সমাজ দ্রুত বদলে যাচ্ছে। বদলে যাওয়া সমাজেরই নতুন রূপ হচ্ছে পুরুষ নির্যাতন।
আপনার মন্তব্য লিখুন