ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৬জন সহ জেলায় করোনা শনাক্ত ২৪৯৮ জন।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ , ২৬ অক্টোবর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো.আজহার উদ্দিন, জেলা প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ০৫জনসহ জেলায় নতুন ৬জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৪৯৮জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলায় ২৪০৬ জন সুস্থতা শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ৪২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
গতকাল সোমবার (২৬ই অক্টোবর) রাত ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
সর্বশেষ সোমবারের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের ১০০টি রিপোর্টের মধ্যে নতুন ৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় নতুন ৫জন ও নবীনগর উপজেলায় ০১জনসহ এখন পর্যন্ত জেলায় ২৪৯৮জন করোনায় আক্রান্ত হয়েছে।
সর্বশেষ রিপোর্ট পর্যন্ত জেলায় ২৪৯৮জন সুস্থ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৯৫৭জন, আখাউড়া উপজেলায় ২০৩জন, বিজয়নগর উপজেলায় ৮০জন, নাসিরনগর উপজেলায় ১০৬জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬৭জন, নবীনগর উপজেলায় ৪০৩জন, সরাইল উপজেলায় ১২০জন, আশুগঞ্জ উপজেলায় ২০১জন ও কসবা উপজেলায় ২৬১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
সর্বশেষ রিপোর্ট পর্যন্ত জেলায় ২৪০৬জন করোনা থেকে সুস্থ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৯২২জন, আখাউড়া উপজেলায় ১৮৯জন, বিজয়নগর উপজেলায় ৭৭জন, নাসিরনগর উপজেলায় ১০৩জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬৪জন, নবীনগর উপজেলায় ৩৮৮জন, সরাইল উপজেলায় ১১৩জন, আশুগঞ্জ উপজেলায় ১৯৬জন ও কসবা উপজেলায় ২৫৪জন সুস্থ হয়েছে।
সর্বশেষ রিপোর্ট পর্যন্ত জেলায় ৪২জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৩জন, আখাউড়া উপজেলায় ১০জন, বিজয়নগর উপজেলায় ০২জন, নাসিরনগর উপজেলায় ০১জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৩জন, নবীনগর উপজেলায় ১১জন, সরাইল উপজেলায় ০১জন ও কসবা উপজেলায় ০১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
এখন পর্যন্ত জেলায় ২৪৯৮জন আক্রান্তের মধ্যে ২৪০৬জন সুস্থ হয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪২জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৫০জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২০১০৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ২০০০০জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ২৪৯৮জন আক্রান্ত হয়েছে৷
আপনার মন্তব্য লিখুন