পুলিশের সহযোগিতায় মা ফিরে পেল তার সন্তানকে
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ , ২৫ অক্টোবর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ বাড়ি থেকে পালিয়ে যাওয়া ছেলেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড় খাঁটিহাতা হাইওয়ে থানার সহযোগিতায় ফিরে পেল পরিবার।পুলিশ সূত্রে জানা যায়,গতকাল শনিবার(২৪ অক্টোবর) সিলেটের এয়ার থানার অন্তর্গত বাগমারা নালিয়া নিজ বাড়ি হতে স্কুল ব্যাগ নিয়ে অজানার উদ্দেশ্যে রওয়ানা হয়, সপ্তম শ্রেণি পড়ুয়া শিশু বালক রুমন আহমেদ( ১২)। রুমন তার মা’র কাছে মোবাইল কিনাতে চাইলে মা হালিমা বেগম কিনে দিতে না পারায়,মার সাথে রাগকরে কাউকে না জানিয়ে।নাভানা গ্রুপের চালকের অজান্তে সিলেট হতে এক খোলা কভারভ্যানে উঠে পড়ে। খাঁটিহাতা হাইওয়ে থানার টহল পুলিশের এএসআই মতিউর রহমান কভারভ্যানে শিশু বালককে দেখতে পেয়ে গাড়ি থামার সিগনাল দিলে চালক গাড়ি থামায়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, চালকের অজান্তেই বালক রুমন গাড়িতে উঠে পড়ে। পুলিশ রুমনকে জিজ্ঞাসা করলে, রুমন ঢাকায় কোথায় যাবে বলতে পারে না। সে বলে, মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে পালিয়েছে। আটক করে থানা থেকে খবর দেওয়া হয় ছাত্রটির বাড়িতে। পুলিশ সূত্রের খবর, তার মাকে মোবাইলে জানালে তিনি জানান তার ছেলে লেখা পড়া করতে চায়না, মোবাইল কিনতে চায়,তার স্বামী দুবাই প্রবাসী, ইনকাম নেই তাকে কিছু দিন সবুর করতে বলেছে। কিন্তু সে না মেনে কাউকে কিছু না জানিয়ে পালিয়েছে।সংবাদ পেয়ে তার মা হালিমা বেগম রাত তিনটার সময় ছেলেটার আপন মামা আব্দুল করিম ও দাদীসহ খাটিহাতা হাইওয়ে থানায় হাজির হয়ে,শিশু বালক রুমন কে তার মা হালিমা জড়িয়ে ধরে খাঁটি হাতা হাইওয়ে থানার ওসি’কে আনন্দাশ্রু চোখে ধন্যবাদ জানিয়ে, ছেলেকে ফিরে পেয়ে হালিমা বলেন,পুলিশ অনেক ভালো মানুষ-!পুলিশের কারণে আমার বুকের ধন ফিরে পেয়েছি।পুলিশ ভাই দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করেন।।
এ ব্যপারে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, খোলা কভারভ্যান গাড়িতে পুলিশ ছেলেটিকে দেখে আটক করে থানায় নিয়ে আসে। পরে রুমনের কথায় তার পরিবারের সাথে আমারা যোগাযোগ করি। রাত তিনটায় তার পরিবারের লোকজনের নিকট রুমনকে তার মায়ের হাতে বুজিয়ে দেওয়া হয়েছে। এসময় ওসি আরো বলেন, রুমন তার মার নিকট আর মোবাইল কিনতে রাগকরবে না, মন দিয়ে লেখাপড়া করবে, নিয়মিত নামাজ পড়বে। মা’র সাথে রাগকরে কখনো এমন কাজ রুমন করবেনা বলে অঙ্গীকার করেছে।
আপনার মন্তব্য লিখুন