১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

নবীনগর যুবদলের দুই গ্রুপের সভা নিয়ে উত্তেজনা, সভা করার অনুমতি দেয়নি পুলিশ..

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ , ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

নূর মোহাম্মদ নবীনগর প্রতিনিধি.নবীনগর উপজেলায় পুলিশী বাঁধা ও ধাওয়ার পর যুবদলের সাংগঠনিক ও কর্মীসভা করা নিয়ে দুই গ্রুপে উত্তেজনা বিরাজ করছে। আজ বেলা ১১ টায় স্থানীয় যুবদলের বিবদমান দুই গ্রুপের উদ্যোগে পৃথক পৃথক স্থানে ওই সাংগঠনিক সভা ও কর্মীসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, উপজেলা যুবদলের সাংগঠনিক কর্মকান্ডকে চাঙ্গা করার লক্ষে আজ শুক্রবার পৃথক দুটি স্থানে দুটি সাংগঠনিক ও কর্মী সভা আহবান করে যুবদলের বিবদমান দুটি গ্রুপ।
উপজেলা যুবদলের আহবায়ক মফিজুর রহমান মুকুলের নেতৃত্বাধীন একটি গ্রুপ বিএনপির দলীয় কার্যালয়ে এবং উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন রাজুর নেতৃত্বাধীন অপর গ্রুপটি নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে ওই দুটি সাংগঠনিক সভা আহবান করে।
নেতাকর্মীরা জানান, আজকে (শুক্রবার) সকালে অনুষ্ঠেয় যুবদলের ওই সাংগঠনিক ও কর্মীসভায় যোগ দিতে গতকাল বৃহস্পতিবার রাতে নবীনগর ডাকবাংলোতে এসে পৌঁছান কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও যুবদল কুমিল্লা অঞ্চলের প্রধান জাকির হোসেন সিদ্দিক, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আলী আশরাফ, চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় সহ সভাপতি আশিকুর রহমান ওয়াসিমসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃববৃন্দ। এসময় বিবদমান স্থানীয় যুবদলের দুই গ্রুপের নেতাকর্মীরা গগনবিদারী শ্লোগান দিয়ে নেতাদের স্বাগত জানান।
স্থানীয় যুবদলের একাধিক নেতাকর্মী জানান,’ যুবদলের বিবদমান এই দুই গ্রুপের মধ্যে মফিজুর রহমান মুকুলের নেতৃত্বাধীন গ্রুপটিকে উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম সফিক এবং আশরাফ হোসেন রাজুর নেতৃত্বাধীন গ্রুপটিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু পেছন থেকে আলাদা আলাদাভাবে তাঁদের অনুসারী কেন্দ্রীয় ও জেলার নেতাদের নিয়ে নেতৃত্ব দিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতিতে ওইসময় পুলিশ জড়ো হওয়া অসংখ্য নেতাকর্মীদের ধাওয়া ও মৃদু লাঠিচার্জ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশের পক্ষ থেকে কোন ধরণের সভা সমাবেশ করা যাবেনা বলে যুবদল নেতৃবৃন্দকে সাফ জানিয়ে দেয়া হয়। এ ঘটনার পর আজকের সাংগঠনিক সভা করা নিয়ে দুই গ্রুপেই উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে যুবদলের আহবায়ক মফিজুল রহমান মুকুল বলেন,”সভা স্থগিত করা হয়নি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনও নবীনগরে আছেন। কিন্তু পুলিশ সভা করার অনুমোদন না দেওয়ায়, কি করা যায় আমরা তার করণীয় নিয়ে ঘরোয়া বৈঠকে বসেছি।’
অপরদিকে যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন রাজুকে বলেন পুলিশ অনুমতি দিলেই সবার কাজ আরম্ভ।
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমীন বলেন,”কাছাকাছি স্থানে দুই গ্রুপের পৃথক পৃথক সভা ডাকায় আইনশৃংখলার অবনতি হওয়ার আশংকার পাশাপাশি করোনা পরিস্থিতির কারণে সভা করার অনুমতি দেয়া হয়নি। এরপরও যদি কেউ সভা করতে চায়, তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2020
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন