রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব নিজ দেশে ফিরতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ , ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
রোহিঙ্গা শরণার্থীদের যত দ্রুত সম্ভব নিজ দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ লক্ষ্যে আর্ন্তজাতিক সম্প্রদায়ের সহায়তা প্রত্যাশা করেছেন তিনি। আজ বৃহস্পতিবার এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ প্রত্যাশা করেন। রোহিঙ্গাদের জরুরি মানবিক সহায়তার জন্য ভার্চ্যুয়ালি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব নিজ দেশে ফিরতে হবে। রোহিঙ্গারা মিয়ানমারে নিষ্ঠুর ও অমানবিক নির্যাতনের শিকার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বিবেচনায় সীমান্ত খুলে দিয়েছিলেন। একইভাবে রোহিঙ্গারা সাগরে নৌকায় ভেসে থাকলেও আমরা আশ্রয় দিয়েছি।
আপনার মন্তব্য লিখুন