পাবনায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
পাবনার আটঘরিয়ায় মকবুল হোসেন (৪২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার চান্দাই বিল পাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলাউদ্দিন ওরফে আলম (৪২) নামে আরেক যুবককেও আহত করা হয়। নিহতের চাচাতো ভাই আবদুল মতীন জানান, শনিবার সন্ধ্যায় তারা ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা হাট থেকে বাড়ি ফিরছিলেন। রাতে তারা চাঁন্দাই বিলের কাছে আসার পর সন্ত্রাসীরা তাদের বহনকারী গাড়ি থেকে জোর করে নামায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই মকবুল মারা যান। আটঘরিয়া থানার ওসি (তদন্ত) আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মকবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য লিখুন