সরকার প্রথম থেকেই নির্বাচনে কারচুপির চেষ্টায় লিপ্ত বিএনপি প্রার্থী : সালাহউদ্দিন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ , ১৭ অক্টোবর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাহ্ উদ্দিন আহম্মেদ বলেছেন, সরকার প্রথম থেকেই নির্বাচনে কারচুপির চেষ্টায় লিপ্ত। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপনির্বাচনে ভোটকেন্দ্রের পরিবেশ দেখতে এসে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এই সরকার প্রথম থেকেই নির্বাচনে কারচুপির চেষ্টায় লিপ্ত ছিল, এখনো আছে। আজকের নির্বাচনেও তা-ই করেছেন তারা। সকাল থেকেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঢাকা-৫ আসনের বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। আমাদের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘এই আসনের ১৪টি ওয়ার্ডের অধিকাংশ কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার খবর পেয়েছি। অথচ এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কোনো ভূমিকা রাখছেন না।’
আপনার মন্তব্য লিখুন