মন্ত্রীসভায় ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড অনুমোদন হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ , ১৪ অক্টোবর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
মন্ত্রীসভায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড খসড়া চূড়ান্ত অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা পালিত হয় ।
গতকাল মঙ্গলবার (১৩ই অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরে জেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা বের হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভবের সঞ্চালনায় আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সুজন দত্ত ও সহসভাপতি শামিম আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক নাঈম বিল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিদনি ইসলাম, সাবেক সমাজ সেবা সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল, সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মহসিন মোল্লা, সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুবায়ের মাহমুদ শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম রবিন ও রুহুল আমিন আফ্রিদি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খায়রুল, যুগ্ন-সাধারন সম্পাদক তানিম চৌধুরী, পৌর ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখ মঞ্জুরে মওলা ফারানী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয় প্রমূখ।
সারা দেশে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড চেয়ে আন্দোলন হয়। তারই প্রেক্ষিতে গতকাল মন্ত্রিসভায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
আনন্দ শোভাযাত্রায় ধর্ষণের সবোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে মন্ত্রীসভায় সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ও সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে লোকনাথ দীঘি(টেংকেরপাড়) এসে শেষ করে।
আপনার মন্তব্য লিখুন