ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত ২৪৭০ জনের মধ্যে ২৩৪১ জন সুস্থ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ , ১৪ অক্টোবর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৪৭০জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলায় ২৩৪১ জন সুস্থতা শনাক্ত হয়েছে।
জেলায় ৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে।
এখন পর্যন্ত জেলায় ৪২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
বুধবার (১৪ই অক্টোবর) রাত ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
সর্বশেষ বুধবার রিপোর্ট পর্যন্ত জেলায় ২৪৭০জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৯৩৮জন, আখাউড়া উপজেলায় ২০২জন, বিজয়নগর উপজেলায় ৮০জন, নাসিরনগর উপজেলায় ১০৬জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬৭জন, নবীনগর উপজেলায় ৪০১জন, সরাইল উপজেলায় ১১৮জন, আশুগঞ্জ উপজেলায় ১৯৭জন ও কসবা উপজেলায় ২৬১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
সর্বশেষ রিপোর্ট পর্যন্ত জেলায় ২৩৪১জন সুস্থ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৮৯৯জন, আখাউড়া উপজেলায় ১৮৭জন, বিজয়নগর উপজেলায় ৭৬জন, নাসিরনগর উপজেলায় ১০৩জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৩২জন, নবীনগর উপজেলায় ৩৮৮জন, সরাইল উপজেলায় ১১৩জন, আশুগঞ্জ উপজেলায় ১৯৫জন ও কসবা উপজেলায় ২৪৮জন সুস্থ হয়েছে।
সর্বশেষ রিপোর্ট পর্যন্ত জেলায় ৪২জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৩জন, আখাউড়া উপজেলায় ১০জন, বিজয়নগর উপজেলায় ০২জন, নাসিরনগর উপজেলায় ০১জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৩জন, নবীনগর উপজেলায় ১১জন, সরাইল উপজেলায় ০১জন ও কসবা উপজেলায় ০১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
এখন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ২৩৪১জন সুস্থ হয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪২জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৮৭জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১৯৬৯৪জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১৯২৭৭জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ২৪৭০জন আক্রান্ত হয়.
আপনার মন্তব্য লিখুন