নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে ইউপিডিএফের ২ কর্মী নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ , ১৪ অক্টোবর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) দুই ক্যাডার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর এক সদস্য। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বুড়িঘাট ইউনিয়নের রউফ টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নিরাপত্তা বাহিনীর একটি দল টহল দেওয়ার সময় ইউপিডিএফ ক্যাডাররা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ইউপিডিএফের দুই ক্যাডারের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এসময় আহত হন নিরাপত্তা বাহিনীর এক সদস্য। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আপনার মন্তব্য লিখুন