১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ , ১৪ অক্টোবর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

নুর মোহাম্মদ জয়/দুর্যোগ ঝুকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে নবীনগর উপজেলায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস- পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ১৩/১০/২০২০( মঙ্গলবার) উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক এর সভাপতিত্বে

বক্তব্য রাখেন নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবতা কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকারম হোসেন, উপজেলা মৎস্য অফিসার মাসুদ, উপজেলা সমাজসেবা অফিসার পারভেজ আহমেদ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শামসুল আলম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।
বক্তব্যে বলেন, বাংলাদেশ সারা বিশ্বের কাছে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে যা অন্যান্য দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।সারাদেশের ন্যায় দুর্যোগ মোকাবেলায় নবীনগর উপজেলায় এনজিওগুলোর ভূমিকা ও বাস্তবমুখী পরিকল্পনা প্রশংসনীয়। প্রতিবছর বাংলাদেশ এক বা একের অধিক দুর্যোগ মোকাবেলা করে থাকে যেমন-বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙ্গন, জলাবদ্ধতা, ভারী বর্ষণ, শৈত্যপ্রবাহ ইত্যাদি। সকল দূর্যোগে জনসাধারণ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, বিশেষ করে আমাদের উপজেলার সকল সরকারি কর্মকর্তাগণ যে ভূমিকা পালন করেন সেটি খুবই প্রশংসনীয় এবং এমন কাজের জন্য তাদেরকে সাধুবাদ জানাই। আমরা আশা করি ভবিষ্যতে সকল প্রকার দুর্যোগ মোকাবেলা করতে নবীনগর উপজেলা সদা প্রস্তুত এবং সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় সকলেই একত্রে কাজ করবো।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চুয়ালী দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করা হয়েছে। পরে প্রধানমন্ত্রী ঘোষিত গাছের চারা রোপণ করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2020
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন