ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু।।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ , ১৩ অক্টোবর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন মিয়া (২২) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৩ই অক্টোবর) বিকাল ৪টার দিকে তুহিন(২২) বিদ্যুৎস্পৃষ্ট হয়।
মৃত তুহিন সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া এলাকার হেলাল মিয়ার ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, তুহিন মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে নিজের অটোরিকশায় ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ মৃত ঘোষণা করেন।
আপনার মন্তব্য লিখুন