১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

নবীনগরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ও তার সহযোগী গ্রেফতার-

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ , ১৩ অক্টোবর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

নূর মোহাম্মদ জয় নবীনগর উপজেলা প্রতিনিধি/ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে খুদ নিজের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ১৩ অক্টোবর সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেনের নেতৃত্বে নবীনগর থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ রুহুল আমিন ও এসআই মামুন সহ একদল চৌকস পুলিশের দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের মোঃ কালা মিয়া ও মোঃ আবু সাঈদ। ঘটনাটির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় তুলতে দেখা গেছো।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুকবুল হোসেন জানান, গত রবিবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই পুত্রবধূকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে শ্বশুর। পরে তার সহযোগী ও তার বন্ধু আবু সাঈদকে দিয়েও দ্বিতীয় দফায় ওই গৃহবধূকে ধর্ষণ করায়। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা হয়েছে এবং অভিযান চালিয়ে দুজন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2020
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন