সরাইলের নদী ভাঙন কবলিত মানুষের দুঃখ দেখলে চোখে পানি চলে আসে : সাংসদ শিউলী আজাদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার সরাইল পানিশ্বর এলাকায় মেঘনা নদী ভাঙন কবলিত মানুষের দুঃখ-দূর্দশা দেখলে সহ্য করা যায় না; চোখে পানি চলে আসে। চোখের সামনে তাদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে বহু পরিবার ভিটেমাটি ছাড়া হয়েছে। তাদের জন্য কিছু করার আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছি।
রোববার (১১ অক্টোবর) বিকেলে সরাইল সদরের কুট্টাপাড়া গ্রামে নিজ বাসভবনে এক সাক্ষাৎকারে সংরক্ষিত মহিলা আসন-৩১২ এর সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) উপরোল্লিখিত কথাগুলো বলেন।
এসময় সাংসদ শিউলী আজাদ আরও বলেন, পানিশ্বর এলাকায় নদী ভাঙন রোধে একাধিকবার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে; বালি ভর্তি জিও ব্যাগ ভাঙন কবলিত এলাকায় ফেলা হয়েছে। এতে কিছুটা সুফল পাওয়া গেলেও সেখানে কার্যত একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ খুবই জরুরি। তবে সেই লক্ষে আমরা কাজ করছি।
ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি বলেন, ইতোমধ্যে সেই ভাঙন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সহ নানা অনুদান আমরা গিয়ে তাদের কাছে পৌঁছে দিয়েছি। পানিশ্বর পাল পাড়ার মানুষ এ নদী ভাঙনে সবচেয়ে ক্ষতির সম্মুখীন। আমরা তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমি বিষয়টি নিয়ে জোরালো তৎপরতা চালিয়েছি; আশা করি তাদের জন্য আমি কিছু করতে পারবো।
আপনার মন্তব্য লিখুন