জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ৩
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ , ১১ অক্টোবর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষে ৩জন আহত হয়েছে।
আহত ৩জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
রবিবার(১১ই অক্টোবর) দুপুর ২টার দিকে আশুগঞ্জ উপজেলা শরিফপুর ইউনিয়নের দক্ষিন তারুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
মাথায় ও হাতের আঙুলে গুরুতর জখমকৃত আহতরা হচ্ছেন, ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে শাহিদুল ইসলাম(২০), শরিফুল ইসলাম(১৮) ও আতিকুল ইসলাম(১৬)৷
আহত শাহিদুলের মাথায় ৮টি থেকে ১০টি সেলাই লেগেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জমির খুটি নিয়ে শরিফুলের চাচাতো ভাই শাহ আলম ও সুমনের সাথে কথা-কাটাকাটি হয়। তারপর দু-পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। ওই মারামারিতে শরিফুলসহ শাহিদুল ও আতিকুল গুরুত্ব আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সৈয়দ আরিফুল ইসলাম জানান, আহতদের মধ্যে ১জনের মাথায় কম বেশি সেলাই লেগেছে। তবে আহত ১জনকে চিকিৎসা দিয়ে ভর্তি নেয়া হয়েছে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ জানান, চাচাতো ভাইদের মধ্য জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে মারামারির ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কারো পক্ষ থেকে কেউ কোন লিখিত অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন