১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলের অতিগুরুত্বপুর্ণ ব্রীজের রিলিং ভাঙ্গা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:০৮ পূর্বাহ্ণ , ৭ অক্টোবর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরাইল-নাসিরনগর উপজেলার প্রবেশ পথে কুট্রাপাড়া অতিগুরুত্বপূর্ণ ব্রিজের পশ্চিম পাশের রিলিং’র মধ্যে অংশে ভেঙ্গে আছে?যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা গঠতে পারে বলে গাড়ি চালকরা আতঙ্কের চলাচল করছে। দীর্ঘদিন ধরে ব্রিজের এ অবস্থা হলেও কর্তৃপক্ষের কোন নজর দিচ্ছে না বলে এলাকাবাসীর দাবী।যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা গঠতে পারে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।আজ সরেজমিনে গেলে পথচারীরা বলেন,যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা গঠতে পারে,দীর্ঘদিন ধরে ব্রিজের এ অবস্থা। কর্তৃপক্ষ কোন নজর দিচ্ছে না-? সি এন জি চালক হুমায়ুন বলেন,এ দুই উপজেলার হাজার হাজার ছোট-বড় গাড়ি রাত-দিন চলাচল করে কুট্রাপাড়ার ব্রিজ দিয়ে। অনেক বছর ধরে দেখতেছি রিলিং ভেঙ্গে এ অবস্থায় আছে। কোন ধরনের পরিবর্তন করে না। এ ব্রিজে বড়গাড়ি উঠলে কাঁপে। ব্রিজের রিলিং’র ব্যপারে জানতে চাইলে এ প্রতিনিধি কে ব্রাহ্মণবিড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক বলেন, নতুন র্অথ বছরে কাজের বাজেট আসলে। এ ব্রিজের রিলিং ভাঙা অংশের কাজ করা হবে।

এদিকে সরাইল- নাসিরনগর উপজেলার প্রবেশপথে কুট্রাপাড়া ব্রিজের উপর দিয়ে মহান জাতীয় সংসদের তিনজন সংসদ সদস্য প্রতিনিয়ত আসা যাওয়া করেন বলে জানা যায়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2020
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন