খাটিহাতা হাইওয়ে থানা উদ্যোগে জনসচেতনতামুলক কর্মসুচি পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ , ৭ অক্টোবর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোড় খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে মহাসড়কে জনসচেতনতামুলক কর্মসুচি পালন করা হয়েছে। মঙ্গলবার(৬ অক্টোবর ) সকালে এগারোটায় ঢাকা- সিলেট মহাসড়ক বিশ্বরোড় গোল চক্করে সকল প্রকার থ্রি হুইলার অটোরিকশা, অটোটেম্পু, সিএনজি, নসিমন করিমন, ভটভটি ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশা সহ সকল প্রকার অযান্ত্রিক যানবাহন চলাচল না করার জন্য বিশ্বরোডে সকল পেশা শ্রেনীর জনগনকে নিয়ে র্যালী, মাইকিং জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। সার্জেন্ট মাহমুদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিশ্ব রোড় খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানসহ থানা সকল কর্মকর্তা’ফোর্স, জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি পালন করেন।এ সময় বক্তারা বলেন, মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত অযান্ত্রিক যানবাহন চলাচল করিলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। কর্মসূচির অংশ হিসাবে মহাসড়কের বিভিন্ন স্থানে জন সচেতনতার জন্য মাইকিং করা হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন