অন্যরকম বিদায় ও বরণ অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায়
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
অন্যরকম এক বিদায় ও বরণ অনুষ্ঠান হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়ায়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান সাংবাদিক, সুশীল সমাজ ও প্রশাসনের কর্তাদের মিলনমেলায় পরিণত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যকরী কমিটির নবনির্বাচিত ও বিদায়ী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এ অনুষ্ঠানে। এতে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খান তার বক্তৃতায় বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আদর্শ মিডিয়ার অন্যতম উদাহরণ। জেলাবাসীর কল্যাণে প্রশাসন ও সাংবাদিকদের একত্রিত হয়ে কাজ করার একটি ধারা এখানে বিদ্যমান। আমি চাই তা চির জাগরুক থাকুক। ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর আমার প্রথম পরিচয় ঘটে সাংবাদিকদের সঙ্গে। রক্তের সম্পর্কের বন্ধন না হলেও মনের অজান্তেই এক বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি।
আপনার মন্তব্য লিখুন