১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

হাসপাতালের বারান্দায় পাগলীর ফুটফুটে ছেলে সন্তান প্রসব**

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়ায় মানসিক ভারসাম্যহীন (পাগল) এক নারী হাসপাতালে সন্তান প্রসব করেছেন।

গতকাল বৃহস্পতিবার(১লা অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে লিমা(২৬) নামের ওই নারী ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের বারান্দায় একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেন।

আখাউড়া রেলওয়ে থেকে উদ্ধার হওয়া লিমা (২৬) নামে মানসিক ভারসাম্যহীন ওই মহিলা ফুটফুটে ছেলে বাচ্চা জন্ম দেন। জন্মগত ভাবে ওই মহিলার বাম হাতে সমস্যা রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, লিমা আখাউড়া রেলওয়ে স্টেশনের থানার পাশের একটি বস্তিতে থাকেন৷ রেলওয়ে প্লাটফর্মে সে ভিক্ষা করতেন। তার স্বামী জাহিদ তার খোঁজ খবর নিতেন না বলে জানা যায়। তার স্বামী জাহিদ স্থানীয় হরমপুর মাজার থাকেন।

গাইনী বিভাগের সিনিয়র নার্স ববিতা রানীর সূত্রে জানা যায়, বিকেলে লিমা প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। রাতে ওই নারীকে গাইনী বিভাগের বারান্দায় প্রসব করা হয়। ওই পাগলিনী মহিলা ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ ভাবেই সন্তান প্রসব করেছেন (নরমাল ডেলিভারি)। গাইনী কনসালটেন্ট ও শিশু কনসালট্যান্টের পরামর্শে মাধ্যমে প্রসূতি ও নবজাতকের যথাযথ চিকিৎসাসেবা প্রদান করছি। বর্তমানে প্রসূতি মা ও নবজাতক সুস্থ আছে।

সদর মডেল থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রহিম বলেন, ওই মানসিক ভারসাম্যহীন মহিলা একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিয়েছে। তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে। তার প্রকৃত ঠিকানা অনুসন্ধানের প্রক্রিয়া চলছে। না পাওয়া গেলে তার সুস্থতাপরবর্তী সমাজসেবা অধিদপ্তরের আশ্রয়ণের সহায়তা চাওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2020
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন