সরকারের সামাজিক নিরাপত্তাঃ কর্মসূচি সরাইলে তিন ক্যাটাগরিতে ভাতা পাচ্ছেন দরিদ্র মানুষ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃসরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তিন ক্যাটাগরিতে ভাতার আওতায় আনা হয়েছে ৩১ হাজার ৪৭৭ দরিদ্র মানুষকে। এর মধ্যে বয়স্ক ভাতার আওতায় এসেছেন ১৭ হাজার ৮৭২জন, বিধবা ও স্বামী নিগৃহীতা ৫ হাজার ৩৯৩ জন এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতার আওতায় এসেছেন ৮ হাজার ২১২ জন। বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতাদের জন্য মাসিক বরাদ্দ ৫০০ টাকা এবং অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য মাসিক বরাদ্দ ৭৫০ টাকা করে। বয়স্ক ভাতাভোগী সরাইল উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পরিসংখ্যান মতে,সরাইল উপজেলা ৯টি ইউনিয়নে ভাতাভোগীর ভাতার টাকা প্রদান করা হয়েছে।এসব তথ্য নিশ্চিত করে সমাজসেবা কর্মকর্তা আবু নাইম মির্দা বলেন,বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতাদের জন্য মাসিক বরাদ্দ ৫০০ টাকা এবং অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য মাসিক বরাদ্দ ৭৫০ টাকা করে।
আপনার মন্তব্য লিখুন