১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

প্রভাষকের প্রাণনাশের চেষ্টা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ , ১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

স্টাফ রিপোর্টারঃ আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রভাষক জনাব ওবায়েদুল হকের উপর গতকাল আনুমানিক ১২ ঘটিকায় এক ন্যক্কার জনক ঘটনা ঘটেছে। তিনি ব্যক্তিগত কাজের জন্য ঢাকা গিয়েছিলেন। ঢাকা থেকে রেলস্টেশনে নেমে রিক্সায় বাড়ি ফেরার পথে একদল যুবক দেশিয় অস্ত্র নিয়ে তার পিছু নেয় । এক পর্যায়ে তাকে ধাওয়া করে । তিনি বুঝতে পেরে রিক্সা থেকে নেমে প্রাণপন চেষ্টা করে এক বাসায় প্রবেশের চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত সেখানেও রক্ষা পায়নি। ঘাতকেরা ঐ বাসায় থেকে জোর করে টেনে হিছরে নিয়ে যায়। রাতের অন্ধকারে তাকে মারধর করে রাস্তায় ফেলে যায়, সেখান থেকে পথচারিরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে ভর্তি করে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। স্বরজমিনে ঘুরে জনমুখে শুনতে পারলাম পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটতে পারে বলে অনেকের ধারণা। পাশা পাশি দুটি প্রতিষ্ঠানের হিংসা ও জেলাসের কারণেও হতে পারে ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জনাব আলমামুনের সঙ্গে কথা বললে তিনি বলেন সুষ্ঠ তদন্তের মাধ্যমে আসল অপরাধিকে খুঁজে বের করা হবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। এলাকাবাসি ও ছাত্রছাত্রীরা মানব বন্ধন করে প্রতিবাদ জানায় এবং ঘটনার আসল রহস্য যেন উদঘাটন করা হয় সেই স্লোগানে রাজপথ কাপায়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2020
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আরও পড়ুন