প্রধানমন্ত্রীর জন্মদিনে ব্রাহ্মণবাড়িয়া শহরে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়াকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ৫১ জন ভিক্ষুকের নাম তালিকাভূক্ত করে তাদের প্রত্যেককে প্রাথমিকভাবে নগদ ২৫ হাজার টাকা ও চাল দেয়া হয়।
সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও শহর সমাজ সেবা প্রকল্পের আওতায় এই মহতি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারস্থ সুরসম্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাসাদুল হাসান তাপস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম প্রমূখ। সভায় প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে প্রত্যেক ভিক্ষুককে ঘর নির্মাণ ও তৃতীয় পর্যায়ে যেসকল ভিক্ষুক কৃষি কাজ করতে পারে তাদের জন্য কৃষি জমির ব্যবস্থা করে দেয়া হবে বলে জানানো হয়।
আপনার মন্তব্য লিখুন