বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৬ লাখ, মৃত্যু ১০ লাখের কাছাকাছি!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ , ২৬ সেপ্টেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
দুনিয়াজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন কোটি ২৬ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ২৬ লাখ ৪২ হাজার ৭০৩। এর মধ্যে ৯ লাখ ৯০ হাজার ৭৭২ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে দুই কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৩১৭ জন।
আপনার মন্তব্য লিখুন