সরাইলে শান্তির বৃষ্টি জন জীবনে প্রশান্তি ছড়িয়ে দিয়েছে
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ দুইদিন ধরে শরতের স্নিগ্ধতা ছাপিয়ে সরাইলজুড়ে বইছে তীব্র তাপদাহ। খরতাপে পুড়ছে প্রকৃতি।আজ রোববার (২০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় ছয়টার দিকে হালকা বাতাসসহ বৃষ্টি হয়ে গেছে সরাইল উপজেলায়। উধাও প্রচণ্ড গরম আমেজ সরাইলে বৃষ্টি। তার রেশ এখনও রয়েছে। ঝিরঝির বৃষ্টি পড়ছে। গতকাল রাত ও দিনের দিকে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। বেলা বাড়লেই চড়ছে তাপমাত্রার পারদ। বেশ গরম লাগতে শুরু করছে। এমনকী ঘামও হতে শুরু করছে। এদিকে সকালের দিকে সামান্য ঠান্ডা থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কার থাকছে। তবে উওরে হাওড় পশ্চিমে মেঘনা আবহাওয়ায় সেরকম হেরফের না হলেও পুর্বে তিতাস বৃষ্টিপাতের তেমন কিছুই আর নেই। রাতে গরম, সকালে হালকা ঠান্ডাভাব। রোববার সন্ধ্যায় পার হতে হতেই সরাইলে দেখা মিলল বৃষ্টির।সঙ্গে দোসর আংশিক মেঘলা আকাশ। শান্তির বৃষ্টি জন জীবনে প্রশান্তি ছড়িয়ে দিয়েছে আজ।।
আপনার মন্তব্য লিখুন