হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শফীর মরদেহ, মানুষের ঢল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই হাটহাজারী মাদ্রাসামুখী মানুষের স্রোত লক্ষ্য করা গেছে। শুধু চট্টগ্রাম নয় দেশে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন লাখো ভক্ত অনুসারীরা। সকাল ৯টায় আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ হাটহাজারী মাদ্রাসায় এসে পৌঁছায়। তাঁর জানাজা পড়াবেন বড় ছেলে মাওলানা ইউসুফ। এদিকে আল্লামা শফীর জানাযায় যোগ দিতে আসা জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে বাস স্ট্যান্ড থেকে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃংখলা বাহিনী। পুরো এলাকা জুড়ে বাড়ানো হয়েছে আইনশৃংখলা বাহিনীর তৎপরতা। মোতায়েন রাখা হয়েছে র্যাব ও পুলিশ সদস্য।
আপনার মন্তব্য লিখুন