বন্ধু ভিপি হাসান একজন বন্ধুপ্রিয় মানুষ’ শুধু নেতাই না-!!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ বন্ধুত্ব এমন এক বন্ধন যাকে কেন্দ্র করে একজন আরেকজনকে ভরসা-বিশ্বাস করতে পারে । বাবা-মা, ভাই-বোন, শৈশবের খেলার সাথী, শিক্ষাজীবনে সহপাঠী, পাড়ার অগ্রজ-অনুজ, কর্মক্ষেত্রের সহযোদ্ধা, দূর দেশের অচেনা মানুষও হতে পারে প্রকৃত বন্ধু । বন্ধুত্বের পবিত্রতম রূপ প্রকাশ।
ব্রাহ্মণবাড়ি শহরের গতকাল একটি অফিসে সকল বন্ধুদেরকে নিয়ে এক মিলন মেলাতে পরিনত হয়। সাবেক ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভিপি জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ছাত্রও যুবসমাজের নয়নমনি ছাত্র নেতৃত্বে যার উজ্জ্বলতা, বতর্মান জেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী “বন্ধুদের বন্ধুপ্রিয় এক মানুষ” ভিপি হাসান সারোয়ার। সে প্রমাণ করেছে সের নিকট রাজনীতি ওবন্ধুত্ব কোন জাত-পাত-ধর্ম-গোত্র-বর্ণকে প্রধান দেয় না । রুচির এবং পছন্দের মিল ঘটলেই জন্ম নেয় প্রগাঢ় বন্ধুত্ব । প্রকৃত বন্ধুত্ব ঘুঁচিয়ে দিতে পারে সকল অপ্রাপ্তির হতাশা, নাগাল দিতে পারে স্বর্গীয় আলোর সুধা । বিপদে যে এগিয়ে আসে, দুঃখ-কষ্টের যে অংশীদার হয়, সুখে যারা আনন্দ করে-তারাই বন্ধু । ঘোষণা দিয়ে বন্ধুত্ব করা লাগে না । কালের চক্রে জীবন তরীতে এরা আপনা-আপনি জড়ায় ।শুক্রবার( ১৮ সেপ্টেম্বর) বাদ জুম্মা সেই ছো্ট্ট বেলা, উড়ন্ত শৈশব, দূরন্ত কৈশোর, বাড়ন্ত যৌবন এবং পড়ন্ত বেলার প্রতিটি বাঁকে বাঁকে এমন কিছু মানুষ জীবনের অঙ্গে উপস্থিত হয়, আলো ছড়ায় যাদেরকে ইচ্ছা করলেও ভুলে থাকা যায়না । কোটি মানুষের মধ্যে বিশেষ কিছু মানুষ থাকে যাদেরকে কারনে -অকারনে মনে পড়ে, জ্বালাতে ইচ্ছা করে, একসাথে খুনসূঁটিতে মত্ত থাকতে ভালো লাগে, তাদের দ্বারা জ্বালাতন পেতে স্বাদ জাগে-এই মানুষগুলোই বন্ধু । জীবনে বিভিন্ন বয়সের, বিভিন্ন স্তরের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন প্রকৃতির বন্ধুর আবির্ভাব ঘটে । দৃষ্টিভঙ্গির সমতাই মূলত বন্ধুত্ব গড়ে তোলে । পত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সংস্পর্শ-সহচর্য না পেলে জীবনটাই পাণসে মনে হয় । বন্ধুত্ব সেটাই যেখানে আলাদা দু’টি দেহের মধ্যে একটি অভিন্ন হৃদয় বাস করে । যার বন্ধু নাই সে চরম গরীব । বন্ধুত্বে কোন লোভ থাকে না, অহংকার -দ্বেষ জায়গা পায়না । প্রকৃত বন্ধুত্ব স্থাপিত হয় নিঃস্বার্থভাবে । এমন একজন বন্ধু প্রিয় ভিপি হাসান সারোয়ার আজ জেলা শহর জুড়ে আলোচনায় এক বন্ধুদের বন্ধু মেলাতে।।
আপনার মন্তব্য লিখুন