সরাইল শাহবাজপুর তিতাস নদীতে দৃষ্টি নন্দন সেতু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল শাহবাজ পুর গ্রামটি সুন্দর্যের দিক দিয়ে অনেক আগে থেকেই এগিয়ে ছিল । এখানে তিতাস নদীর তীর যেন মানুষের মন শিতল করার এক অনন্য স্থান।এখানে মানুষের সমাগম হওয়ার জন্যে কোন বিশেষ দিনের প্রয়োজন হতো না। প্রতিদিন বিকেল হলেই মানুষের সমাগম হয় ।আজ বৃহস্পতি বার ( ১৭ সেপ্টেম্বর ) বিকালে সরেজমিনে দেখা যায়, সারিবদ্ধ ভাবে গাড়ি সেতুর উপর দিয়ে পারাপার হচ্ছে। সেতুর পাশে অনেক ছেলে- মেয়েরা বসে সময় পার করছে। বিশ্বরোড় হাইওয়ে থানার পুলিশ রয়েছেন রোড়ের শৃঙ্খলা বজায় রাখতে । শুধু তাইনা এখানে ছুটির দিন আর কোন উৎসবের দিন হলেতো কথাই নেই, মানুষের মিলন মেলায় পরিনত হতো পুরো তিতাস নদীর পার ।কিন্তু এই গ্রামের সুন্দর্য বাড়িয়ে দিল ঢাকা- সিলেট মহাসড়কে শাহবাজপুর বাসীর স্বপ্নের, আবেগ, অনুভূতির দীর্ঘ দিনের স্বপ্ন তিতাস সেতু ।অপরদিকে এ এলাকার প্রতি সুন্দর্য পিপাষু মানুষের সাধারন একটা দুর্বলতা থাকে । মানেুষের আগ্রহ থাকে দেখার যে পানির উপরে গ্রাম কত না সুন্দর। তার জন্যই যে কোন নৌকা ভ্রমনেই মানুষ চায় নদীর ধারে কোন সুন্দর একটি দিন কাটানোর । মানুষের এসকল স্বপ্ন যেন সত্যি করে দিল শাহবাজ পুর মানুষের সাথে সংযোগ সৃষ্টিকারী তিতাস সেতু এলাকা বাসীর স্বপ্নের, আবেগ, অনুভূতির দীর্ঘ দিনের স্বপ্ন শাহবাজপুর তিতাস সেতু এ সরকারের আমলে সকলকের নিকট দৃষ্টান্তমূলক হয়ে দৃষ্টি নন্দন !
আপনার মন্তব্য লিখুন