ব্রাহ্মণবাড়িয়ার শহরের বর্ডারবাজার বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত অচেতন এক নারী উদ্ধার!
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ , ১৬ সেপ্টেম্বর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ আজহার উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।ব্রাহ্মণবাড়িয়ার শহরের বর্ডারবাজার বাসস্ট্যান্ড থেকে অচেতন ও বিবস্ত্র অজ্ঞাত এক নারীকে উদ্ধার করেছে এক ব্যক্তি।
গতকাল মঙ্গলবার(১৫ই সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে শহরে বর্ডারবাজার বাসস্ট্যান্ডের এলাকা থেকে অজ্ঞাত ওই মহিলাকে উদ্ধার করেন উত্তর পৈরতলার সাবেক মেয়র হেলাল উদ্দিনের ছোইভাই নিজাম উদ্দিন।
উদ্ধারকারি নিজাম উদ্দিন বলেন, অচেতন অবস্থায় নারীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি।উদ্ধারের কিছুক্ষন পরে চেতনা ফিরে পায় ওই নারী। ওই নারী তার নাম মমতা(২৬) বলেন, সে কুমিল্লা ব্রাহ্মণপাড়ার আলামিন মিয়ার মেয়ে বলে আমাকে জানান। হাসপাতালে ওই নারীকে খাবার ও যাবতীয় ওষুধপাতি দিয়ে চলে আসি।
মমতার সাথে কথা বলে জানা যায়, গতকাল তার সৎমা তিনজন অপরিচিত লোকের সাথে থাকতে বলেন মমতাকে। সে তখন ভয়ে পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন, ওই সৎ মায়ের জন্য তাকে আরও একাধিক বার বিভিন্ন পুরুষের সাথে সঙ্গ দিতে হয়েছে। যখন তিনি রাজী হয়নি তখন মমতার সারা শরীরে গরম ছ্যাকা দিতেন তার সৎমা।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রহিম বলেন, খোঁজ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ওই নারী অচেতন এখনো সঠিক ঠিকানা বলতে পারেন না। কি কারনে ওই নারী বাড়ি থেকে চলে আসছে তা স্পষ্ট না। মায়ের সাথে রাগ করে চলে আসার সঠিক তত্ত্ব এখনও জানা যায়নি। তবে তাকে পুলিশি সকল ধরনের সহযোগীতা দেওয়া হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন