সরাইলে ফুলের সংবর্ধনা সিক্ত হলেন উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ , ১৩ সেপ্টেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ নিজ গ্রামের জন্মস্থানে মানুষের ভালোবাসা আর ফুলে ফুলে সংবর্ধনায় সিক্ত হলেন এমপি উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে নিজের পিতার নামে প্রতিষ্ঠিত “হাজী মুকসুদ আলী জুনিয়র স্কুল” মাঠে আয়োজিত এক সভায় ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসনের সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূইঁয়াকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। এদিকে জানাযায়,
বিদ্যালয়টির এমপিও ভুক্তিতে ও নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ অনুমোদনে বিশেষ অবদান রাখায় বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আজ
রোববার(১৩সেপ্টেম্বর) দুপুরে এমপিকে উক্ত সংবর্ধনা দেওয়া হয়। পরে বিদ্যালয় মাঠে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রফিকুল ইসলাম ভূইঁয়া’র সভাপতিত্বে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপি। এসময় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,মোঃ মাইনুল হাসান তুষার,এ সময় বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকাসহ উপস্থিত ছিলেন পাঁচ গ্রামের সর্বস্তরের জনগণ।
আপনার মন্তব্য লিখুন