আবারো পানি বাড়ায় আতঙ্কে যমুনা পাড়ের মানুষ”
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ , ১২ সেপ্টেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
পানি বেড়ে যাওয়ায় আতঙ্ক হয়ে পড়েছে যমুনা পাড়ের মানুষ। বিশেষ করে কৃষকরা আরো বেশির ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। বন্যায় ফসল হারিয়ে নতুন ফসল লাগানোর প্রস্তুতি নিলেও পানি বাড়ায় পিছপা হতে হচ্ছে। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে নতুন করে শীতকালীন শাকসবজি লাগানো হচ্ছে। কিন্তু ফের নতুন করে পানি বাড়ায় সেই সবজি তুলতে পারবে কিনা এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এদিকে বন্যায় সবজি নষ্ট হওয়ায় বাজারে সবজির দাম চড়া। ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে দাম। অন্যদিকে, পানি বাড়ায় আবারো অরক্ষিত তীরে ভাঙন শুরু হয়েছে। ভাঙন বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতভিটা। পানি বাড়ায় চৌহালী উপজেলার খাসপুকুরিয়া ইউপির মোকারভাঙ্গা, রেহাইপুকুরিয়া, দেওয়ানগঞ্জ বাজার, বাঘুটিয়া ইউপির চর সলিমাবাদ, চর বিনানুর, মেটুয়ানী এবং শাহজাদপুর উপজেলার জালালপুর ও কৈজুরীতে তীব্র ভাঙন শুরু হয়েছে।
আপনার মন্তব্য লিখুন