গাইবান্ধায় বিপুল পরিমান ইয়াবা একমাদক কারবারিসহ গ্রেফতার ৩
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ , ১১ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশরাফুল ইসলাম গাইবান্ধা ::গাইবান্ধা জেলার সদর থানা পুলিশের অভিযানে ১১ সেপ্টেম্বর শুক্রবার সদর থানার বিভিন্ন এলাকা হতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজন কে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর থানাধীন পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের সাদ্দাম এর বসতবাড়ীর পশ্চিম পাশ্বে পূর্ব দুয়ারী চৌচাল টিনের ঘরের ভিতর হইতে ৩ হাজার ২ শত পিস ইয়াবাসহ সহ এক মাদক ব্যবসায়ি রুকুনুজ্জামান (২৭) কে গ্রেফতার করে । গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ি রুকুনুজ্জামান (২৭) সদর থানাধীন পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত পোলাপ আমীনের ছেলে । তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়েছে মামলা নং- ২১ ।
এর আগে পৃথক অভিযানে অন্য একটি মামলা নং ২০ এর এক মহিলা আসামী আলেমা বেগম (৩০) কে গ্রেফতার করা হয়েছে। আলেমা বেগম গোবিন্দপুর তামাকেটারী গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। তাকে গোবিন্দপুর তামাকটারী পাগলার মাজার এলাকায় আসামীর বাড়ীর সামেন হতে গ্রেফতার করা হয়।
অন্য একটি অভিযানে নারী শিশু নির্যাতন সদর থানার মামলা নং ৬৩ এর আসামী আকতার হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ । জানা যায়, গাইবান্ধা থানাধীন পশ্চিম বাটিকামারী আসামী বাড়ীর সামনে হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আকতার হোসেন (৪৫) পশ্চিমবাটিকামারী গ্রামের মৃত মোকতার হোসেন এর ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার ।
আপনার মন্তব্য লিখুন