আশুগঞ্জে দোকানের পাশে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে, এক মুমূর্ষ রোগীর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ , ১১ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রতিপক্ষ আনোয়ার হোসেন(৩৫) নামে এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে খুন করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
তবে এ ঘটনায় আরও ১০ জন আহত হওয়ায় অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (১০ই সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন যাত্রাপুর গ্রামের বড়বাড়ির ইব্রাহীম মিয়ার ছেলে। তিনি অনেকদিন যাবত কিডনি ও হৃদরোগের মত জটিল রোগে ভুগতেছিলেন।
নিহত আনোয়ার হোসেনের ছোটভাই হৃদয় বলেন, সন্ধার সাড়ে ৬টার দিকে আনোয়ার হোসেন ধাক্কা দিয়ে রাস্তায় উপর ফেলে দেয় বেপারী বাড়ির গোলাপ মিয়ার ছেলে লিলু মিয়া৷ তারপর আমরা আনোয়ারকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষরা আমাদের উপর আবার হামলা করেন।
গুরুতর আহত আবস্থায় আনোয়ার মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মির্জা মুহাম্মদ সাইফ মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাবেদ মাহমুদ অসুস্থ ব্যক্তি মারা গেছেন বলে নিশ্চিত হয়ে বলেন, কি কারনে মারা গেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছেন।
আপনার মন্তব্য লিখুন