সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে মানুষের ভালোবাসায় সিজার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ , ১০ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ সরাইলের আওয়ামী রাজনীতির মাঠে ময়দানে অফিস পাড়ায় উপজেলা যুবলীগের কমিটির নিয়ে আলোচনায় নতুন করে নেতাকর্মীদের মাঝে উৎফুল্ল লক্ষ্য করা গেছে। জানাযায়,সরাইল উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন আসন্ন। এরই মধ্যে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। একপদে একাধিত প্রার্থী ছুটছেন নেতাকর্মীদের দ্বারে দ্বারে। তবে একাধিক প্রার্থী থাকলেও দলের জন্য নিবেদিত,সৎও যোগ্যদেরই মূল্যায়ন করবেন সিনিয়র নেতৃবৃন্দ এমনটিই বিশ্বাস করছেন প্রার্থীগণ। আওয়ামী রাজনীতির সহযোগী সংগঠন- যুবলীগ। সম্প্রতি সরাইল উপজেলা যুবলীগের নতুন কমিটিকে কেন্দ্র করে যে উত্তাপ ছড়িয়েছে তা লক্ষ্য করার মতো। যুবলীগের কয়েকজন তৃণমূল নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায়,সাবেক সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
হাফেজুল আসাদ সিজার সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী। সিজার সকলের কাছে সৎ, সাহসী, মেধাবী হিসেবে পরিচিত। বঙ্গবন্ধু আদর্শে অনুপ্রাণিত সিজার দলের প্রয়োজনে সর্বদা মাঠে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উচ্চ পর্যায়ের স্থানীয় আওয়ামীলীগ এবং যুবলীগ নেতার মতে সিজার খুব ভাল ছেলে, কর্মীবান্ধব যুবনেতা। পরীক্ষিত সেই নেতাকর্মীদের নিয়ে দলের প্রয়োজনে যাতে যেকোন পরিস্থিতি মোকাবেলা করা যায়। সিজার ঠিক মেতনই একজন নেতা। তিনি মাঠে ছিলেন আছেন ও থাকবেন। এক প্রশ্নের সিজার বলেন , আমি ছোট কাল থেকেই আমার নিজ পরিবারের কাছ থেকে দেখে দেখে জয় বাংলা স্লোগান শিখেছি, বঙ্গবন্ধুর আদর্শের কথা ওনাদের মুখে শুনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে নিজকে প্রস্তুত করেছি,কারণ দল করি বঙ্গবন্ধুকে ভালোসেবে। শুধু পদের জন্যে না। তারপরেও দলের জন্যে জীবন বাজি রেখে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
আপনার মন্তব্য লিখুন