টাংগাইলে চতুর্থ শ্রেণির (১০) এক শিশুকে ধর্ষণের পর হত্যা।
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ , ১০ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
টাংগাইল জেলা প্রতিনিধিঃ-রাইছুল ইসলাম/শিশুটির পরিবারের অভিযোগ, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার চৌধুরী মালঞ্চ মিরপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌধুরী মালঞ্চ মিরপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
নিহত শিশুটির বাবা বলেন, বুধবার বিকেল থেকে মেয়েকে পাওয়া যাচ্ছিল না।কোথাও খুঁজে না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয়।রাত ৮টার দিকে বিবস্ত্র অবস্থায় বড়ির পাশের কচুক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শাস্তি চাই।
টাঙ্গাইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। তবে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন